দ্বিতীয় ওভারেই বাবরকে শূন্য রানে ফেরান অর্শদীপ সিংহ তিন উইকেট নিয়ে পাকিস্তান মিডল অর্ডার কোমর ভেঙে দেন হার্দিক তবে শান মাসুদ ও ইফতিকার অর্ধশতরান করে পাকিস্তানকে ১৫৯ রান তুলতে সাহায্য করেন রাহুলকে ৪ রানে ফিরিয়ে ভারতকে শুরুতেই ধাক্কা দেন নাসিম অক্ষরকে আগে নামানো কাজে দেয়নি, ৩১ রানে চার উইকেট হারায় ভারত এরপরেই হার্দিক ও কোহলি ১১৩ রানের পার্টনারশিপ গড়েন তবে শেষ ওভারে ৪০ রানেই আউট হন হার্দিক পাণ্ড্য শেষমেশ অশ্বিন ভারতের হয়ে উইনিং শট মারেন কোহলি ৮২ রানে অপরাজিত থাকেন ম্যাচের পর কোহলি-রোহিতের সেলিব্রেশনই এই জয়ের গুরুত্ব বুঝিয়ে দেয়