২০২৩ সালে একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান শুভমন গিলের। চলতি বছরে ২৯ ইনিংসে ১৫৮৪ রান করেছেন শুভমন। দুইয়ে কিং কোহলি। বিরাট বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীও। ২০২৩-এ ২৪ ওডিআই ইনিংসে ১৩৭৭ রান করেছেন বিরাট। চলতি বছরে একদিনের আন্তর্জাতিকে ২৬ ম্যাচে ১২৫৫ রান রোহিত শর্মার। ২০২৩ সালে ভারতীয় ব্যাটারদের মধ্যে ওডিআই রানের বিচারে তিন নম্বরে হিটম্যান। তালিকার চার নম্বরে রয়েছে কেএল রাহুলকে। '২৩-এ ২৪ ওডিআইতে ১০৬০ রান হাঁকান ভারতীয় কিপার-ব্যাটার। ২০২৩-এ ওডিআই ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার পাঁচে শ্রেয়স আইয়ার। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স সহ চলতি বছরে মোট ৮৪৬ রান করেছেন শ্রেয়স। (ছবি সৌজন্য- PTI ও ফাইল চিত্র)