গত ম্যাচে মাঝপথেই মাঠ ছাড়লেও রোহিত শর্মাকে নেটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে, তিনি আজ খেলছেনই

গত ম্যাচে সেরা হওয়ার পর ওপেনার সূর্যকুমার যাদবের খেলা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই

ছন্দহীন শ্রেয়স আইয়ারের দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন থাকলেও, সম্ভবত আজও তিনি সুযোগ পাবেন

অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য টি-টোয়েন্টিতে সম্ভবত ভারতীয় দলে প্রথম নাম

ঋযভ পন্থ স্বাভাবিকভাবেই দলের উইকেটকিপার হিসাবে একাদশে থাকবেন

ফিনিশার দীনেশ কার্তিকের দলে জায়গা পাওয়া নিয়েও কোনও প্রশ্নচিহ্ন নেই

দীপক হুডার সাম্প্রতিক ফর্ম যা, তাতে তাঁকে দল থেকে বাদ দেওয়ার কোনও মানে হয় না

রবিচন্দ্রন অশ্বিনও এই সিরিজে বেশ ভালই পারফর্ম করেছেন, তবে তাঁর জায়গায় চাহালের সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বটে

বুমরাহীন দলে ভুবনেশ্বর কুমার দলের বোলিং আক্রমণের নেতা

অর্শদীপ সিংহ প্রতি ম্যাচে আরও বেশি করে নিজেকে প্রমাণ করছেন, তিনি এই ম্যাচে দলে থাকবেনই

দলে বদল বলতে সম্ভবত আবেশ খানের বদলে হার্ষাল পটেল সুযোগ পেতে পারেন