টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক কেশব

ডি কককে ৫ রানে ফিরিয়ে ভারতের হয়ে শুরুটা ভাল করেন সিরাজ

অভিষেককারী শাহবাজ ফেরান জানেমন মালানকে

১২৯ রান যোগ করে দলকে ম্য়াচে ফেরান হেন্ডরিক্স ও মারক্রাম

তবে ফের সিরাজই উইকেট তুলে নিয়ে এই পার্টনারশিপ ভাঙেন

মিলার ৩৫ রান করলেও দক্ষিণ আফ্রিকা ২৭৮/৭ বেশি করতে পারেনি

ভারতীয় ওপেনাররা আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ

ঘরের মাঠে ঈশান ৯৩ রানে আউট হয়ে শতরান হাতছাড়া করেন

তবে শ্রেয়স আইয়ার ১১৩ রানে অপরাজিত থাকেন

২৫ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে ভারত