রাঁচিতে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল

সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হবে শিখর ধবনদের

অনুশীলনে নেমে পড়েছেন চাহারের বদলি হিসাবে সুযোগ পাওয়া সুন্দরও

শ্রেয়স আইয়ারকেও দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা যায়

খোশমেজাজে অনুশীলন করেন সিরাজ ও কুলদীপ যাদব

বাংলার শাহবাজ, মুকেশরাও অনুশীলনে ছিলেন

ভারতীয় একাদশে শাহবাজরা সুযোগ পান কি না, সেটাই দেখার

কুলদীপ যাদবও প্রথম ম্যাচে ব্যর্থতার পর নিজেকে প্রমাণ করতে মরিয়া হবেন

রবি বিষ্ণোইয়ের দিকেও কিন্তু সকলের নজর থাকবে

আজকের গোটা অনুশীলনটাই হয় কোচ লক্ষ্মণের তত্ত্বাবধানে