এশিয়া কাপে ১৩টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন গৌতম গম্ভীর।



তিনি ৪৪.০৭ গড়ে পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরানসহ মোট ৫৭৩ রান করেছেন



এশিয়া কাপেই কোহলি নিজের সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংসটি খেলেন পাকিস্তানের বিরুদ্ধে



১১ ম্যাচে কোহলি ৬১.৩০ গড়ে মোট ৬১৩ রান করেছেন এই টুর্নামেন্টে



অধিনায়ক ধোনির তত্ত্বাবধানে ভারতীয় দল ২০১০, ২০১৬ সালে এশিয়া কাপ জিতেছে



ব্যাটার ধোনিও এশিয়া কাপে ১৯ ম্যাচে ধোনির সংগ্রহ ৬৪৮ রান



এশিয়া কাপের সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলির পাশাপাশি রয়েছেন রোহিত



রোহিত এখনও পর্যন্ত ২২টি ম্যাচে এই টুর্নামেন্টের ৫০ ওভারের ফর্ম্যাটে ৭৪৫ রান করেছেন



তালিকায় এক নম্বরে 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর



৫১.০১ গড়ে সচিন এশিয়া কাপে মোট ৯৭১ রান করেছেন