ভারতে সংবিধানের গুরুত্ব অপরিসীম তাই সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এটিই মূল সংবিধানটি কাগজ ও কালিতে লেখা হিলিয়াম ভরা একটি চেম্বারে এটি সংরক্ষণ করা হয় অনুলিপি ও ব্যবহৃত কালিও নষ্ট হওয়ার সম্ভাবনা কম প্রাথমিকভাবে ফ্ল্যানেল কাপড়ে মুড়ে রাখা হয়েছিল কিন্তু লেখা নষ্টের আশঙ্কা ছিল হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন নিষ্ক্রিয় গ্যাস। যা অ-প্রতিক্রিয়াশীল