ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা মনোজ তিওয়ারির



বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অবসর



ফেব্রুয়ারি ৩, ২০০৮।  ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ব্রিসবেনে



ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ম্যাচে ২৮৭ রান। একটি সেঞ্চুরি। একটি হাফসেঞ্চুরি



দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন



ওয়ান ডে-তে রয়েছে বল হাতে ৫ উইকেটও



২০১২ আইপিএল ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে পরপর ২ বলে চার মেরে ট্রফি জেতান কেকেআরকে



প্রথম শ্রেণির ম্যাচে ৯৯০৮ রান। ২৯টি সেঞ্চুরি



সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রানের ইনিংস



তবে চোট আঘাত বারবার ঘুগিয়েছে ডানহাতি ব্যাটারকে