তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি



তিনি ব্যাট করতে নামা মানে গোটা দল নিশ্চিন্ত থাকত



প্রতিপক্ষের বোলিং আক্রমণকে ভোঁতা করে দেবেন ব্যাট হাতে, স্থির বিশ্বাস ছিল কোটি কোটি ক্রিকেটপ্রেমীর



কিংবদন্তি সেই রাহুল দ্রাবিড় কেরিয়ারের শুরুর দিকে নানারকম কুসংস্কারে বিশ্বাস করতেন



কিন্তু আচমকা এক ঘটনায় বদলে যায় তাঁর সেই ধারণা



এক সাক্ষাৎকারে দ্রাবিড় নিজেই জানিয়েছেন সেই কাহিনি



সৈয়দ কিরমানি রাহুলকে প্রশ্ন করেছিলেন, তুকতাকে বেশি বিশ্বাস করো না নিজের দক্ষতায়?



সেই কথা শুনেই ভুল ভাঙে দ্রাবিড়ের



তারপর থেকে আর কুসংস্কারে আমল দেননি



বিশ্বক্রিকেটের কিংবদন্তি এখন ভারতের জাতীয় দলের কোচ