ওয়ান ডে বিশ্বকাপের আর ২ মাসও বাকি নেই ইডেনে সেমিফাইনাল সহ পাঁচ ম্যাচ আয়োজিত হবে তার আগে জোরকদমে চলছে স্টেডিয়াম সংস্কারের কাজ জনসাধারণের জন্য শৌচালয়গুলি আমূল সংস্কার করা হচ্ছে বদলে ফেলা হচ্ছে ফুড কোর্টের চেহারা খাবারের দাম ও মান খতিয়ে দেখবে সিএবি মাঠে বসছে নতুন একটি ইলেকট্রনিক স্কোরবোর্ড, পুরনোটিরও হবে সংস্কার বদলে যাচ্ছে ড্রেসিংরুম, কর্পোরেট বক্স, ক্লাব হাউসের চেহারা শনিবার আইসিসি ও বোর্ডের ২১ সদস্যের প্রতিনিধি দল ইডেন পরিদর্শন করল তবে কালীপুজোর দিন পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা