ভারতের হয়ে ওপেনিং থেকে মিডল অর্ডার, একাধিক জায়গায় ব্যাট করেছেন রাহুল



তিনি বিগত চার বছরে ওয়ান ডেতে মোট ১২৮২ রান করেছেন



শিখর ধবন এখন আর ভারতীয় দলের অঙ্গ নয়



তবে তিনি ওয়ান ডেতে চতুর্থ সর্বোচ্চ ১৩১৩ রান করেছেন



শিখরের বদলে শুভমনই জাতীয় দলে ওপেনিংয়ের জায়গাটা দখল করেছেন



তিনি বিগত চার বছরে ১৪২১ ওয়ান ডে রান করেছেন



শ্রেয়স আইয়ারও কিন্তু ধারাবাহিকভাবে ভারতীয় দলের হয়ে পারফর্ম করেছেন



তিনিও গিলের মতোই ১৪২১ ওয়ান ডে রান করেছেন



নিজের খারাপ ফর্মের জন্য সমালোচিত হতে হয়েছিল বিরাট কোহলিকে



তবে তিনিই ভারতের হয়ে সর্বাধিক ১৬১২ রান করেছেন