ডাচদের বিরুদ্ধে একটি ছয় মারলেই, এক বছরে ওয়ান ডেতে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়বেন রোহিত (৫৮)



প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫০টি ছয় মারার হাতছানি রয়েছে রোহিতের সামনে



'হিটম্যান' আপাতত ৪৫টি ছয় মেরেছেন ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে



সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে দুই ওয়ান ডে বিশ্বকাপে ৫০০ রান করার হাতছানি রয়েছে তাঁর সামনে



ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সৌরভের ৪৬৫ রান পিছনে ফেলে সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে



আবার প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে নাগাড়ে নয় ম্যাচ জেতারও সুযোগ রয়েছে রোহিতের



৮০ রান করলে দ্রুততম ব্যাটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে ২৬ ইনিংসে ১৫০০ রান করতে পারেন রোহিত



আর সেঞ্চুরি হাঁকালে সচিন, পন্টিংয়ের পর তৃতীয় ব্যাটার হিসাবে ১১ দলের বিরুদ্ধে ওয়ান ডে সেঞ্চুরি হবে রোহিতের



অপরদিকে বিরাট কোহলির সামনেও সর্বকালীন রেকর্ড গড়ার হাতছানি



প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডেতে শতরানের হাফসেঞ্চুরি করার হাতছানি কোহলির সামনে