বিশ্বভ্রমণের স্বপ্ন কমবেশি আমাদের সকলের

কিন্তু খরচের কথা শুনে সেই স্বপ্ন বিসর্জন দিই আমরা

কোটিপতিরাই বিদেশ যেতে পারেন বলে প্রচলিত ছিল দীর্ঘ দিন

আজকাল চাইলে মধ্যবিত্তরাও বিদেশ ঘুরে আসতে পারেন

এমন বহু দেশ রয়েছে যেখানে আগেই ভিসার আবেদন করতে হয় না ভারতীয়দের

পড়শি দেশ ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার তো বটেই, ভারতীয়দের ভিসা লাগে না আরও বহু জায়গায়

কম্বোডিয়া, ফিজি, আল সালভাদর, ইথিওপিয়া, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস,

ইন্দোনেশিয়া, ইরান, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, লাওস, ম্যাকাও, মাদাগাস্কার

মালয়েশিয়া, মলদ্বীপ, মামরিশাস, ওমান, কাতার, তানজানিয়া, তাইল্যান্ড, জিম্বাবোয়েও রয়েছে তালিকায়

বিশ্বের ৮০তম শক্তিশালী পাসপোর্টের অধিকারী আমাদের ভারত