নেহাত মহাকাব্য নয়, এককথায় ভারতের পরিচয়ও

রামায়ণ এবং তার স্রষ্টা মহর্ষি বাল্মীকি শ্রদ্ধেয় সকলের

রত্নাকর দস্যু থেকে বহর্ষি হয়ে ওঠেন বাল্মীকি

তার পর সংস্কৃতে লেখান রামায়ণ

যদিও বালকাণ্ড এবং উত্তরকাণ্ড পরে যুক্ত হয় বলে অনুমান

ওই দুই অধ্যায়েই আবির্ভূত হয়েছেন স্বয়ং বাল্মীকি

মহাভারত আগে লেখা হয়েছিল বলে মনে করেন গবেষকদের একাংশ

তবে রামায়ণকেই আদি কাব্য হিসেবে ধরা হয়

বাল্মীকি ব্রাহ্মণ না তফসিলি, সেই নিয়েও বিতর্ক কম নয়

রামায়ণের একাধিক সংস্করণ রয়েছে এই ভারতেই