Image Source: PTI, Getty, File Pic

শুক্রবার রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে।

Image Source: PTI, Getty, File Pic

এর আগেও একাধিক তাবড় রাজনৈতিক নেতার সাংসদ ও বিধায়ক পদ খারিজ করা হয়েছে।

Image Source: PTI, Getty, File Pic

রাহুল গাঁধী: মোদি পদবী নিয়ে মন্তব্যের জন্য একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে সাংসদ পদ খারিজ হয়েছে।

Image Source: PTI, Getty, File Pic

আজম খান: তাঁকে ২০১৯ সালে একটি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিধানসভার সদস্য পদ খারিজ করা হয়েছিল।

Image Source: PTI, Getty, File Pic

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ১৯৭৫ সালে তাঁর সাংসদ পদ হারান।

Image Source: PTI, Getty, File Pic

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিধায়ক পদ খারিজ

Image Source: PTI, Getty, File Pic

লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল: ২০২৩ সালে তাঁকে একটি দায়রা আদালত হত্যার চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত করে।

Image Source: PTI, Getty, File Pic

লালু প্রসাদ যাদব: রাষ্ট্রীয় জনতা দলের প্রধানকে পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল

Image Source: PTI, Getty, File Pic

২০১৩ সালে একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর রাশেদ মাসুদ প্রথম সাংসদ ছিলেন যাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছিল।