ঝুলনের শেষ ম্যাচে কান্নায় ভাসেন হরমনপ্রীত

ঝুলনকে টস করতেও সঙ্গে নিয়ে যান হরমন

প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে ভারত

রান পাননি অধিনায়ক হরমনপ্রীত কৌরও

স্মৃতি ও দীপ্তি অবশ্য অর্ধশতরান করেন, ভারত ১৬৯ রান তোলে

ঝুলনকে 'গার্ড অফ অনার' দিয়ে সম্মান জানায় ইংল্যান্ড

ভারতীয় দলও কিংবদন্তি বোলারকে 'গার্ড অফ অনার' দেয়

রেণুকা সিংহ বল হাতে চার উইকেট নেন

নিজের কেরিয়ারের শেষ ম্যাচে দুই উইকেট নেন ঝুলন

ইংল্যান্ডকে ১৫৩ রানে অল আউট করে ১৬ রানে জেতে ভারত