অতীতে বিমা নিয়ে ততটা সচেতন ছিল না দেশ। তবে কোভিডের হানা বদলে দিয়েছে সবার চিন্তা।
এখন স্বাস্থ্যবিমা বা ইন্স্যুরেন্স কভারের বিষয়ে ততটা বোঝাতে হয় না সচেতন মানুষকে। নিজেই স্বাস্থ্যবিমা সম্পর্কে জানতে চান অনেকেই।
যদিও ব্যয়বহুল বিমার কিস্তির কারণে শেষপর্যন্ত বিমা থেকে দূরে থাকেন অনেকেই।
ভারতীয় পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) একটি বিশেষ গ্রুপ দুর্ঘটনা সুরক্ষা বিমা নিয়ে এসেছে।
এই স্কিমের আওতায় আপনি মাত্র ২৯৯ ও ৩৯৯ টাকার প্রিমিয়াম-সহ এক বছরে ১০ লক্ষ টাকার বিমা কভারেজ পাবেন।
এই চুক্তি অনুসারে, ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই গ্রুপ দুর্ঘটনা বিমা কভারের সুবিধা নিতে পারবেন।
সেই ক্ষেত্রে উভয় বিমা কভারে দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক বা সম্পূর্ণ অক্ষমতা, পক্ষাঘাতগ্রস্তরা ১০ লক্ষ টাকার বিমা কভার পাবেন।
তবে এক বছর শেষ হওয়ার পরে এই বিমাটিও পরের বছর রিনিউ করতে হবে। এর জন্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সুবিধাভোগীর একটি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।