৪৬ বছর পর ফুটবল মাঠে লেবাননকে হারাল ভারতীয় দল জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল AIFF প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত ২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে যায় উত্তর কোরিয়া অতিমারীর প্রাদুর্ভাবে এরপর তিন বছর টুর্নামেন্ট বন্ধ ছিল রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত কোনও গোল না খেয়ে চ্যাম্পিয়ন হল ভারত দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল হজম করেনি ভারতের রক্ষণভাগ