শেয়ার বাজারের অস্থিরতায় এখনও নিশ্চিত লাভ খোঁজেন বিনিয়োগকারীরা। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসের সরকারি প্রকল্পে বিনিয়োগের দিকে ঝোঁকেন অনেকেই।

ABP Ananda
ABP Ananda


সরকারি এই ধরনের স্কিমে নিশ্চিত লাভের সঙ্গে পাওয়া যায় আর্থিক সুরক্ষা।


ভারতে বেতনভোগী মধ্যবিত্তদের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বিকল্প হয়ে উঠেছে এই স্কিম।

ABP Ananda

বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি ব্যাঙ্ক এফডি ও আরডি-র একটি চমৎকার বিকল্প হয়ে উঠেছে। কারণ এই স্কিম বেশি রিটার্ন দিয়ে থাকে।

১০ বছরের বেশি বয়সী যে কেউ একটি পোস্ট অফিস RD অ্যাকাউন্ট খুলতে পারে। আমানতকারীরা ন্যূনতম ১০০ টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন।

প্রতি মাসে ১০ টাকার গুণিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন আমানতকারী। পোস্ট অফিস RD ৫.৮% সুদ দেয়, যা সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে।

প্রতি মাসে ১০ টাকার গুণিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন আমানতকারী। পোস্ট অফিস RD ৫.৮% সুদ দেয়, যা সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে।

ABP Ananda

আমানতকারীরা অ্যাকাউন্ট খোলার এক বছর পরে তাদের আমানতের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারেন।

ABP Ananda

বর্তমান ৫.৮ শতাংশ সুদের হারে একজন বিনিয়োগকারী প্রতি মাসে ১০,০০০ টাকা বা প্রতিদিন প্রায় ৩৩৩ টাকা বিনিয়োগ করে প্রায় ১৬ লক্ষ টাকা আয় করতে পারেন৷

ABP Ananda

মোট টাকা জমা দিয়ে দশ বছরের জন্য ১২ লক্ষ প্রত্যাশিত রিটার্ন পাবেন তিনি। ৪. ২৬ লক্ষ সুদের পর মোট রিটার্ন হবে ১৬.২৬ লক্ষ টাকা।

ABP Ananda