শেয়ার বাজারের অস্থিরতায় এখনও নিশ্চিত লাভ খোঁজেন বিনিয়োগকারীরা। সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও পোস্ট অফিসের সরকারি প্রকল্পে বিনিয়োগের দিকে ঝোঁকেন অনেকেই।
ভারতে বেতনভোগী মধ্যবিত্তদের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বিকল্প হয়ে উঠেছে এই স্কিম।
বর্তমানে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি ব্যাঙ্ক এফডি ও আরডি-র একটি চমৎকার বিকল্প হয়ে উঠেছে। কারণ এই স্কিম বেশি রিটার্ন দিয়ে থাকে।
১০ বছরের বেশি বয়সী যে কেউ একটি পোস্ট অফিস RD অ্যাকাউন্ট খুলতে পারে। আমানতকারীরা ন্যূনতম ১০০ টাকার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন।
প্রতি মাসে ১০ টাকার গুণিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন আমানতকারী। পোস্ট অফিস RD ৫.৮% সুদ দেয়, যা সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে।