মঙ্গলবার দুরন্ত গতির সাক্ষী থাকল ভারতীয় শেয়ার বাজার। বিনিয়োগকারীদের জন্য শুভ দিন হিসেবে প্রমাণিত হল নিফটি, সেনসেক্স।
ব্যাঙ্কিং স্টকগুলিতে দারুণ গতির ফলে BSE সেনসেক্স 311 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 60,157 পয়েন্টে বন্ধ হয়েছে।
পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 98 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 17,722 পয়েন্টে দৌড় থামিয়েছে।
আজকের ব্যবসায় ব্যাঙ্কিং, অটো, এফএমসিজি, মেটাল, এনার্জি, ইনফ্রা, তেল ও গ্যাস, স্বাস্থ্যপরিসেবা খাতের শেয়ারগুলি বুমের সঙ্গে বন্ধ হয়েছে।
আজকের ট্রেডিং সেশনেও বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে । BSE-তে তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন বেড়েছে 264.52 লক্ষ কোটি টাকা, যা সোমবার ছিল 263.13 লক্ষ কোটি টাকা।