আইফোনের বহু সুবিধা থাকলেও একটি বিষয় নিয়ে বারবার অভিযোগ ওঠে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বারবার অভিযোগ করেন ব্যবহারকারীরা। সিনেমা দেখা, নেট ব্রাউজিং, ফোন-টেক্সট সবকিছুর জন্যই দ্রুত ফুরোয় ব্যাটারি। তবে বেশ কিছু দিক মেপে চললে কিছুটা হলেও বাঁচানো যায় ব্যাটারি। স্ক্রিন ব্রাইটনেসের কারণে ব্যাটারির চার্জ ফুরোয়। স্ক্রিনের ঔজ্জ্বল্য কমিয়ে রাখলে ব্যাটারি বাঁচানো যায়। কী করতে হবে? আইফোনের কন্ট্রোল সেন্টার খুলে ব্রাইটনেস অপশনে যেতে হবে। সেখানে কমাতে হবে ব্রাইটনেস। আইফোনে রয়েছে লো পাওয়ার মোড। কুড়ি শতাংশের নীচে ব্যাটারি ব্যাকআপ নামলেই চালু হবে এই মোড। কিছুক্ষণ ফোনে কাজ না হলেই অটো-লক হয়ে যায়। সেটিংসে গিয়ে এই সময়টা কমিয়ে রাখুন। যতটা সম্ভব কম নোটিফিকেশন অন রাখুন। যত কম নোটিফিকেশন আসবে তত ব্যাটারি বাঁচবে।