প্রতিটি সংগঠিত ক্ষেত্রেই কর্মরত ব্যক্তির বেতনের একটি অংশ পিএফ হিসাবে কাটা হয়। এই অংশ EPFO অ্যাকাউন্টে জমা করা হয়।
প্রত্যেক কর্মরত ব্যক্তির মূল বেতনের 12 শতাংশ এই অ্যাকাউন্টে জমা করা হয়। একই পরিমাণ টাকা কর্মীর জন্য এই অ্যাকাউন্টে দিয়ে থাকে নিয়োগকারী
হিসেব বলছে, এই 12 শতাংশের মধ্যে 8.33 শতাংশ ইপিএসে বা কর্মীর পেনশন বাবদ জমা হয়।
কোনও কর্মচারী মারা গেলে তার পরিবার অর্থাৎ স্ত্রী / স্বামী ও সন্তানদের প্রতি মাসে EPF থেকে Family Pension দেওয়া হয়।
অন্যদিকে, যদি স্ত্রী ও স্বামী উভয়েই মারা যান, তবে সেই ক্ষেত্রে অ্যাকাউন্টহোল্ডারের সন্তানরাও ইপিএফ-এর মাধ্যমে পেনশনের সুবিধা পাবেন।
তবে কেবল দুই সন্তান এই পেনশন পেতে পারেন। এর অধিক সন্তান থাকলে সে এই অর্থ পাবেন না।
কোনও কারণে 60 বছরের আগে অ্যাকাউন্টধারকের মৃত্যু হলে জমা অর্থ পেয়ে যান নমিনি।