আইপিএলের আগে বিধ্বংসী ছন্দে মহেন্দ্র সিংহ ধোনি প্র্যাক্টিসে একের পর এক ছক্কা ওড়ালেন ধোনি ক্যাপ্টেন কুলের ফর্ম ভরসা দিচ্ছে সিএসকে ভক্তদের চল্লিশেও ধোনি প্রমাণ করছেন, চালশে পড়েনি ধোনির কাঁধে এবারও নেতৃত্বের ব্যাটন সিএসকে-কে পঞ্চম আইপিএল ট্রফি দেওয়ার লক্ষ্য নিয়ে নামবেন মাহি গতবার তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় সিএসকে বয়স নিয়ে সমালোচনাকে গ্যালারিতে উড়িয়েছেন ধোনি দেখিয়ে দিয়েছেন, বুড়ো হাড়ে ভেল্কি কাকে বলে ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচেই নামছে ধোনির সিএসকে