আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার। ১৩৩৩টি ডট বল করেছেন তিনি।

তাঁর বলের ঘূর্ণি বুঝতে হিমসিম খান তামাম ব্যাটাররা। আইপিএলে ১৩২৪টি ডট বল করেছেন সুনীল নারাইন

আইপিএলের ইতিহাসে ১৩১১ ডট বল করা নজির রয়েছে আর অশ্বিনের। তালিকায় তৃতীয়।

আইপিএলের ইতিহাসে অন্যতম কৃপণ বোলার তিনি। লাসিথ মালিঙ্গা ১১৫৫টি বলে কোনও রান খরচ করেননি।

হরভজনের চেয়ে একটি ডট বল কম করেছেন অমিত মিশ্র। ১১৫৪টি ডট বল করেছেন তিনি।

আইপিএলে ১৬৫টি ম্যাচ খেলে ১১৫১টি ডট বল করেছেন লেগস্পিনার পীযূষ চাওলা।

তালিকায় ৮ নম্বরে প্রবীণ কুমার। ১০৭৬টি ডট বল করেছেন পিকে।

১০৪৫টি ডট বল কর তালিকায় নয় নম্বরে আছেন উমেশ।

তাঁর পরিচিতি, প্রতিষ্ঠা সবটাই আইপিএলে খেলে। যশপ্রীত বুমরা আইপিএলে ১০৩৮টি ডট বল করেছেন।