গত আইপিএলে সিএসকে-র বিরুদ্ধে অপরাজিত ৮৭ রানের ইনিংসে পোলার্ড মারেন ৮ ছক্কা, যা গতবারের সর্বোচ্চ

সিএসকে-র বিরুদ্ধে রাহুল ৯৮ রান করার ফাঁকে মেরেছিলেন ৮ ছক্কা, তালিকায় তিনি দু'নম্বরে

তিনে জস বাটলার, গত আইপিএলে হায়দরাবাদের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংসে মেরেছিলেন ৮টি ছক্কা

পাঞ্জাবের বিরুদ্ধে ১১৯ রান করার ফাঁকে ৭টি ছক্কা মেরেছিলেন সঞ্জু স্যামন, তালিকায় চারে

মুম্বইয়ের বিরুদ্ধে ৭২ রান করেছিলেন অম্বাতি রায়ডু, মেরেছিলেন সাত ছক্কা, তালিকায় পাঁচে

তালিকায় ছ'নম্বরে দীপক হুডা, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬৪ রানের ইনিংসে মেরেছিলেন ৬ ছক্কা

চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৪ রান করার পথে ৬ ছক্কা মেরেছিলেন আন্দ্রে রাসেল, তালিকায় ষষ্ঠ স্থানে নাইট তারকা

সপ্তম স্থানে দেবদত্ত পড়িক্কল, রাজস্থানের বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংসে ছিল ৬টি ছয়

প্যাট কামিন্স চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৬৬ রান করার পথে মেরেছিলেন ৬টি ছক্কা

তালিকায় দশে রবীন্দ্র জাডেজা, গত আইপিএলে আরসিবির বিরুদ্ধে অপরাজিত ৬২ রান করার পথে মেরেছিলেন ৫ ছক্কা

Thanks for Reading. UP NEXT

কঙ্গনা রানাউতের 'অভিনয়-যাত্রা'

View next story