প্রত্যেক ম্যাচেই তিনি ইনিংসের শুরুটা ভাল করছিলেন কিন্তু বড় রান আসছিল না কোনও ম্যাচে ১০, তো কোনও ম্যাচে ৩২ বা ৩৮ রান করে উইকেট ছুড়ে দিয়েছেন প্রথম দুই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের পরপর দুই পরাজয়ের পরেও অনেকে আঙুল তুলেছিলেন ঈশান কিষাণের ব্যর্থতার দিকে বুধবারের মোহালিতে যেন নবজন্ম হল ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার ব্যাটারের মাথার ওপর ২১৪ রানের বোঝা তার ওপর বিপক্ষে অর্শদীপ সিংহ, স্যাম কারানের মতো পেসার ঈশান জবাব দিলেন সাতটি চার ও চার ছক্কায় মাত্র ৪১ বলে ৭৫ রান, স্ট্রাইক রেট প্রায় ১৮৩ দর্শকাসনে ছিলেন বাবা, তাঁর সামনেই ম্যাচের সেরাও হলেন ঈশান