বাকি ৬ বল, প্রয়োজন ২১ রান সামনে আবার যে কেউ নন, কিংবদন্তি ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি ধোনির সঙ্গে ক্রিজে রবীন্দ্র জাডেজা যে কোনও বোলারের পা কেঁপে যেতে পারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের শেষ ওভার বল করলেন সন্দীপ শর্মা স্লোয়ার বাউন্সার দিতে গিয়ে প্রথম বল ওয়াইড করলেন দ্বিতীয় বলও ওয়াইড করলেন, তার পরের বলে কোনও রান না দিলেও দ্বিতীয় ও তৃতীয় বলে দুই ছক্কা ধোনির ৩ বলে চাই আর ৭ রান হতাশ করেননি সন্দীপ, শেষ তিন বলে নিখুঁত ইয়র্কারে আটকে দিয়েছেন ধোনির ব্যাটকে ৩ রানে সিএসকে-কে হারিয়েছে রাজস্থান রয়্যালস