নিজের দিনে একাই ম্যাচ জেতাতে সক্ষম রবীন্দ্র জাডেজা জাডেজা এ দশকে ছয় বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আইপিএলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর ধবন ধবনও ছয়বার ম্য়াচ সেরার পুরস্কার নিজের ঘরে তুলেছেন কোহলির পর কেবল বাটলারই এক আইপিএল মরসুমে চারটি শতরান করেছেন তিনিও এ দশকে যুগ্মভাবে চতুর্থ সর্বাধিক ছয় বার ম্যাচ সেরা হয়েছেন দ্বিতীয় ভারতীয় হিসাবে এক মরসুমে আইপিএলে ৭০০ রানের করেছেন শুভমন গিলই ২০২০ সাল থেকে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ সাত বার ম্যাচ সেরা হয়েছেন বিগত তিন মরসুম অনেকটা স্বপ্নের মতোই ছিল রাহুলের কাছে দলকে পরের পর ম্যাচ জিতিয়ে আট বার ম্য়াচ সেরাও হয়েছেন তিনি সাম্প্রতিক আইপিএলের অন্যতম সেরা পারফর্মার হলেন রুতুরাজ ২০২০ সাল থেকে রুতু এখনও পর্যন্ত সর্বাধিক ১০ বার ম্যাচ সেরা হয়েছেন