আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি তার আগে আচমকাই উদ্বেগে কলকাতা নাইট রাইডার্স চোটে কাবু নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার পিঠের নীচের অংশে চোটের জন্য আমদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করেননি সোমবার ম্যাচের শেষ দিন সকালে ভারতীয় বোর্ড থেকে জানানো হয় যে, এই টেস্টে আর খেলবেন না শ্রেয়স রবিবার তিনি মাঠেই আসতে পারেননি আমদাবাদের একটি হাসপাতালে শ্রেয়সের পিঠে স্ক্যান করা হয় সেই স্ক্যানের রিপোর্ট খুব একটা সন্তোষজনক নয় বলেই খবর আপাতত বোর্ডের মেডিক্যাল টিম পর্যবেক্ষণ করছে শ্রেয়সকে আইপিএলের শুরু থেকে তিনি খেলতে পারবেন কি না, তা নিয়ে আচমকা তৈরি হয়েছে সংশয় পরিবর্ত অধিনায়ক খুঁজতে হবে কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে নাইট শিবিরে