ডব্লিউটিএ দুবাই ইভেন্টে হেরে টেনিসকে বিদায় সানিয়ার সানিয়া বাদে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের কৃতিত্ব আর কোনও ভারতীয় মহিলা টেনিস তারকার নেই সানিয়া ও মার্টিনা হিঙ্গিস জুটি ২০১৫ সালের উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাবও জেতেন তাঁরা তিনটি মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের কৃতিত্বও রয়েছে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালের ফরাসি ওপেন ও ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন সানিয়া ২০০৭ সালে তিনি সিঙ্গেলস ব়্যাঙ্কিংয়ে ২৭ উঠে আসেন তিনি সানিয়াই প্রথম ভারতীয় যিনি সিঙ্গেলসে ডব্লিউটিএ ট্যুর খেতাব জিতেছিলেন জাতীয় দলের হয়েও সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করেছেন হায়দরাবাদের কন্য়া ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসের সোনা জেতে সানিয়া-পেজ জুটি