রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে ১০ ম্যাচে চোখ ধাঁধানো ৫৭৮ রান করে নজরকাড়া ব্যাটসম্যানকে নিয়ে নিলামে হতে পারে কাড়াকাড়ি। বড় দর পেতে পারেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড। ২০১৫-তে শেষবার আইপিএল খেলেছিলেন। নিলামে ফিরছেন মিচেল স্টার্ক। অজি পেসারকে দলে পেতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বকাপে মঞ্চে ২০ উইকেট নেওয়া গেরাল্ড কোয়েৎজে পেতে পারেন বড় দর। আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লা ওমরজাই বিশ্বকাপে নজর কেড়েছিলেন ব্যাট হাতে। নিলামের দর চড়তে পারে তাঁকে নিয়ে। লঙ্কা-বাহিনীর বিশ্বকাপ অভিযান খুব একটা ভাল না গেলেও দুরন্ত ছন্দে ছিলেন দিলসান মাদুশঙ্কা। নেন ২১ উইকেট। শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে কেকেআর। নিলামে বড় দর উঠতে পারে তাঁর। খানিকটা সকলে চমকে দিয়েই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে আরসিবি। নিলামে বড় দর পেতে পারেন তিনি। অভিজ্ঞ টিম সাউদিকেও ছেড়ে দিয়েছে কেকেআর। বড় দর পেতে পারেন তিনিও। নিলামে নজর কাড়তে পারেন লোকি ফার্গুসন। নিউজিল্যান্ডের পেসারকেও দলে রাখেনি কেকেআর।