হার্দিক পাণ্ড্যকে দলে নেওয়ার পরও মুম্বইয়ের ঝুলিতে রয়েছে ১৭.৭৫ কোটি। এখনও রয়েছে ৪ বিদেশি সহ ৮ ক্রিকেটার নেওয়ার জায়গা।

৩১.৪০ কোটি টাকা রয়েছে চেন্নাই সুপার কিংসের ঝুলিতে। ৩ বিদেশি সহ ৬ ক্রিকেটার এখনও নিতে পারবে তারা।

গুজরাত টাইটান্সের ঝুলিতে ৩৮.১৫ কোটি। ২ বিদেশি সহ ৮ ক্রিকেটার নিতে পারবে তারা।

২৮.৯৫ কোটি রয়েছে দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে। ৪ বিদেশি সহ আরও ৯ জন ক্রিকেটার নিতে পারবে তারা।

কলকাতা নাইট রাইডার্সের ঝুলিতে আছে ৩২.৭০ কোটি। এখনও ১২ ক্রিকেটার নিতে পারবে কেকেআর। যার মধ্যে ৪ জন বিদেশি।

১৩.১৫ কোটি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে। ২ বিদেশি সহ এখনও ৬ ক্রিকেটার নিতে পারবে কে এল রাহুলের নেতৃত্বাধীন দল।

রাজস্থান রয়্যালসের ঝুলিতে এই মুহূর্তে ১৪.৫০ কোটি। তারা এখনও ৮ খেলোয়াড় নিতে পারবে। যার মধ্যে ৩ বিদেশি।

২৯.১০ কোটি রয়েছে পাঞ্জাব কিংসের ঝুলিতে। ২ বিদেশি সহ ৮ ক্রিকেটার এখনও নিতে পারবে তারা।

২৩.২৫ কোটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পকেটে। নিলামে ৩ বিদেশি সহ মোট ৬ ক্রিকেটার নিতে পারবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি।

৩ বিদেশি সহ ৬ ক্রিকেটার নিতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। ঝুলিতে রয়েছে ৩৪ কোটি।

Thanks for Reading. UP NEXT

২৪ পেরনোর আগেই আইপিএল দলের অধিনায়ক হয়েছেন তাঁরা

View next story