ইশানের বান্ধবী ইশানের বান্ধবী অদিতি হুন্ডিয়া নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার এবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার ইশান কিষাণ মুম্বইয়েই ইশান মুম্বই ইন্ডিয়ান্স ১৫ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছে ইশান কিষাণকে লাস্যময়ী অদিতি পেশায় মডেল অদিতিই কি ইশানের প্রেমিকা? ২০১৯ থেক সম্পর্ক শক্ত হয় ২০১৯ সালে ইশানের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন ইশানকে নিয়ে মন্তব্য অনেক অনুষ্ঠানে ইশানের ইনিংসের প্রশংসা শোনা গিয়েছে জাতীয় দলে খেলছেন ইশান ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জাতীয় দলে খেলছেন ইশান ঝোড়ো ওপেনার ঝোড়ো ওপেনিং ব্যাটার ইশান কিষাণ মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ২০১৭ সালে মিস ইন্ডিয়া ফাইনালিস্ট অদিতি প্রেম জমে ক্ষীর? বিভিন্ন পোস্টের মাধ্যে আভাস পাওয়া যাচ্ছে ২ জনের প্রেমের