শুভম দুবেকে পাঁচ কোটি ৮০ লক্ষ টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালস



একটু দেরিতে প্রচারের আলোয় আসা বছরের ২৯-র শুভম ১৮০-র স্ট্রাইক রেটে ব্যাট করতে সক্ষম



বিজয় হাজারেতে ৩৭ বলে ৬৭ রানের ইনিংস কুমার কুশাগ্রকে স্কাউটদের নজরে এনেছিল



ঝাড়খণ্ডের তরুণ কিপার-ব্যাটারকে সাত কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস



ঘরোয়া মরশুমটা ব্যাট হাতে আহামরি না কাটলেও, টিএনপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন শাহরুখ খান



লোয়ার অর্ডার ব্যাটিং, স্পিন বোলিংয়ে আস্থা রেখে শাহরুখের উপর সাত কোটি ৪০ লক্ষ টাকার দর হাঁকিয়েছে গুজরাত টাইটান্স



ইউপি টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে ৪৫৫ রান করেছিলেন সমীর রিজভি



তাঁর প্রতিভার প্রতি আস্থা রেখেই আট কোটি ৪০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস



লখনউ সুপার জায়ান্টস সিদ্ধার্থ মণিমরনকে দুই কোটি ৪০ লক্ষ টাকায় দলে নিয়েছে।



বাঁ-হাতি স্পিনারের জন্য আরসিবির সঙ্গে কিন্তু কড়া টক্কর হয়েছিল লখউয়ের