বিদর্ভের শুভম দুবেকে নিয়ে আইপিএলের নিলামে ঝড় উঠতে পারে সৈয়দ মুস্তাক আলি টি-২০ তে ৭ ইনিংসে ২২১ রান বাঁহাতি ব্যাটারের, স্ট্রাইক রেট? ১৮৭.২৮ বয়স ২০, ইউপি টি-২০ লিগে কানপুর সুপারস্টার্সের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন সমীর রিজভি উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে রাজস্থানের বিরুদ্ধে ৬৫ বলে ৯১ করেন, ফাইনালেও ঝোড়ো ব্যাটিং বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার মুশীর খান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে আছেন মুম্বইকে কোচবিহার ট্রফির ফাইনালে তুলেছিলেন, ব্যাটে ৬৩২ রান, বল হাতে ৩২ উইকেট ধোনি, ঈশান কিষাণের পর ঝাড়খণ্ডের নতুন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের ৩৫৫ তাড়া করতে নেমে ৩৭ বলে ৬৭ নঃ আঃ করে আগ্রহের কেন্দ্রে বিগহিটার, কার্যকরী পেসার, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে আছেন আর্শিন কুলকার্নি মহারাষ্ট্র প্রিমিয়ার লিগ ও সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে সফল, আছেন সিএসকে-র ব়্যাডারে