এ মরসুমটা ১৭ কোটির রাহুলের ক্ষেত্রে দুঃস্বপ্নের মতো কেটেছে

৯ ম্যাচে ১১৩.২২ স্ট্রাইক রেটে ২৭৪ রান করেছেন রাহুল

১৬.২৫ কোটি টাকায় স্টোকসকে কিনেছিল সিএসকে

দু'টি ম্যাচ এক ওভারে বল হাতে ১৮ রান খরচ ও ব্যাটে ১৫ রান করেন তিনি

রাসেল ১৪ ম্যাচে মাত্র ২২৭ রান করেছেন, নিয়েছেন সাত উইকেট

তাঁর ১৬ কোটি বেতনের পরিপ্রেক্ষিতে একেবারই যথেষ্ট নয়

স্বপ্নের ফর্মে থাকা ইংল্যান্ড তারকাকে ১৩.২৫ কোটি টাকায় কেনে সানরাইজার্স

নাইটদের বিরুদ্ধে শতরান হাঁকালেও তাঁর মোট সংগ্রহ ১৯০ রান

আইপিএলে সর্বকালের সবচেয়ে দামি ক্রিকেটার স্যাম কারান

১৮.৫ কোটি টাকার তারকা ব্যাট হাতে ২৭৬ রান করেন, বলে নেন ১০ উইকেট