কলকাতার মেয়ের স্বপ্নউড়ান, চিনে নিন এই সঞ্চালিকাকে

Published by: ABP Ananda

কলকাতাতেই তাঁর জন্ম , পড়াশোনাও এখানেই।

একদা আইপিএল মতো টুর্নামেন্টে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীকে।

তাঁর নাম অর্চনা বিজয়। মডেল, ভিডিও জকি, ক্রীড়া সঞ্চালিকা, ব্যবসায়ী, একাধিক ভূমিকায় সফল তিনি।

শুধু রূপ নয়, গুণেও তিনি ১০০-তে ১০০। আইপিএল সঞ্চালিকার ভূমিকায় তাঁর ক্রিকেট সম্পর্কে বিশ্লেষণ সকলকেই মুগ্ধ করে।

ক্রিকেটে সঞ্চালনার সুবাদেই ধোনি, যুবরাজের সঙ্গে গভীর বন্ধুত্বও গড়ে উঠেছিল।

দীর্ঘদিন ক্রীড়াজগত থেকে দূরে থাকার পর গত বছর হকি ইন্ডিয়া লিগের অকশনার হিসাবে তাঁর প্রত্যাবর্তনে চারিদিকে শোরগোল পড়ে যায়।

এই ঘটনা কিন্তু তাঁর জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি, তা হাতেনাতে প্রমাণ করে দেয়।

সফল সঞ্চালিক অর্চনার একটি নিজস্ব সাজগোজের ব্র্যান্ডও রয়েছে।

সেই ব্যবসা সফলভাবে বাড়িয়েওছেন তিনি। অর্থাৎ জীবনের না না ভূমিকায়, না না চরিত্রে সফল অর্চনা।