জসপ্রীত বুমরা আইপিএলে ফিরছেন

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামার আভাস মিলেছিল আগেই

ক্রমেই ম্য়াচ ফিট হয়ে উঠেছিলেন তিনি

মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে এবার বুমরার ফেরার দিন জানিয়েছেন

আরসিবির বিরুদ্ধে ম্য়াচেই আইপিএলের দলে ফিরলেন বুমরা

বুমরা এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন আগেই

তাঁর যোগ দেওয়ার পোস্টও করেছিল মুম্বই ইন্ডিয়ান্স

কিন্তু প্রশ্ন আগের মত ছন্দ ফিরে পাবেন বুমরা?

বুমরা সিডনি টেস্টের পর থেকে আর মাঠে নামেননি

পিঠের ব্যথার জন্য মাঠের বাইরে ছিলেন বুমরা