ওপেনিংয়ে শুভমন গিল, ১৭ ম্য়াচে ঝুলিতে ৮৯০ রান, এবার দলের অধিনায়কও গিলের সঙ্গে নামবেন ঋদ্ধিমান সাহা, দলের উইকেট কিপার ব্যাটার, ঝুলিতে ৩৭১ রান তিন নম্বরে নামবেন কেন উইলিয়ামসন ২০২৩ এ দুর্দান্ত ফর্মে ছিলেন, ৩৬২ রান করেছিলেন সাই সুদর্শন মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটার হিসেবে ডেভিড মিলার নিলাম থেকে গুজরাত দলে নিয়েছে মারমুখি ব্যাটার শাহরুখ খানকে লোয়ার অর্ডারে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলবেন রাহুল তেওয়াটিয়া অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান থাকবেনই একাদশে স্পেনসার জনসন খেলতে পারেন একাদশে অভিজ্ঞ পেসার মোহিত শর্মা থাকবেন দলে নিশ্চিতভাবেই মোহিতের সঙ্গে ভারতীয় পেসার হিসেবে দলে থাকতে পারেন অভিজ্ঞ উমেশ যাদব