পিঠের চোটে গত আইপিএলে খেলেননি তিনি



এবারও আইপিএল শুরুর আগে আচমকা উদ্বেগ শ্রেয়স আইয়ারকে নিয়ে



মুম্বই বনাম বিদর্ভ রঞ্জি ফাইনালে শেষ দুদিন মাঠে ছিলেন না শ্রেয়স



কেকেআর অধিনায়কের হলটা কী?



জানা গিয়েছে শ্রেয়সের পিঠের পুরনো চোটই ফের মাথাচাড়া দিয়েছে



টানা ৩০-৪০ মিনিটের বেশি ব্যাটই করতে পারছেন না



রঞ্জি ফাইনালে দ্বিতীয় ইনিংসে ৯৫ করার ফাঁকে দুবার ফিজিওকে ডেকে শুশ্রুষা নিতে হয়েছিল



তাতেও ব্যথা না কমায় হাসপাতালে দৌড়তে হয় শ্রেয়সকে



পিঠে স্ক্যান করানো হয়েছে, রিপোর্টের অপেক্ষায় রয়েছেন শ্রেয়স


আইপিএলের শুরুর দিকে শ্রেয়সের খেলা নিয়ে অনিশ্চয়তা (ছবি - পিটিআই)