আইপিএলে কেকেআরের জার্সিতে ফের দেখা যাবে বেঙ্কটেশ আইয়ারকে

২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিলাম থেকে ফের দলে নিয়েছে কেকেআর

কিন্তু মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার কিন্তু এই অঙ্ক পুরোটাই পাবেন না

নিলামে রেকর্ড অঙ্কে তাঁকে দলে নিয়েও কোটি টাকার ঘাটা হতে চলেছে বেঙ্কটেশের

প্রাপ্ত অর্থের ৩০ শতাংশ ভারত সরকার ট্যাক্স হিসেবে নিয়ে নেবে

সেই মত প্রায় ৭ কোটি ১২ লক্ষ টাকা কেটে নেওয়া হবে বেঙ্কটেশের প্রাপ্য অর্থ থেকে

সেই হিসেবে ১৬ কোটির কিছু বেশি অর্থ পাবেন বেঙ্কটেশ কেকেআরের থেকে

গত মরশুমে কেকেআরের জার্সিতে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন বেঙ্কটেশ

২০২১ সাল থেকে আইপিএলে কেকেআরের সদস্য বেঙ্কটেশ, জাতীয় দলের হয়েও খেলেছেন

আইপিএলে ঝুলিতে ১৩২৬ রান ও ৩ উইকেট পুরেছেন