হার্দিক পাণ্ড্য আইপিএল থেকে মোট ১০৫.৬৫ টাকা উপার্জন করেছেন। তিনি আর্থিক দিক থেকে লাভবান হওয়ার তালিকায় দশ নম্বরে রয়েছেন। সঞ্জু স্যামসন হার্দিকের থেকে সামান্য বেশি ১০৮.৫৮ কোটি টাকা আয় করেছেন। সুরেশ রায়না বহুদিন আগেই আইপিএল থেকে অবসর নিয়েছেন। তবে মিস্টার আইপিএল এই তালিকায় এখনও অষ্টম স্থানে। তাঁর আয় ১১০.৭৪ কোটি। কেএল রাহুলের আইপিএল পরিসংখ্যান এক কথায় চোখধাঁধানো। তাঁর আয়ের পরিমাণও ১১৩.১ কোটি টাকা। এই বারের নিলামে সর্বকালের সব রেকর্ড ভেঙে ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। টুর্নামেন্ট থেকে তাঁর মোট আয়ের পরিমাণ ১১৭.৮ কোটি টাকা। কেকেআরের হয়েই আজীবন আইপিএল খেলা সুনীল নারিনকে এ মরশুমেও রিটেন করেছে নাইট শিবির। তাঁর মোট আয়ের পরিমাণ ১২৫.২৫ কোটি টাকা। এরপর তালিকায় পরপর রয়েছেন চেন্নাই সুপার কিংসের দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাডেজা। জাডেজা মোট ১৪৩.০১ কোটি ও ধোনি মোট ১৯২.৮৪ কোটি টাকা আয়ল করেছেন। দুই তারকাই আইপিএলে আয়ের নিরিখে দুইশোর গণ্ডি পার করেছেন। তাঁর মধ্যে বিরাট কোহলি ২০৯.২ কোটি টাকা এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন। তালিকায় এক নম্বরে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। 'হিটম্যান' মোট ২১০.৯ কোটির পেয়েছেন আইপিএল থেকে।