দক্ষিণ আফ্রিকার পেসার লুনগি এনগিডি চোট পেয়ে ছিটকে না গেলে হয়তো আইপিএলে খেলাই হতো না তাঁর



তিনি জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক, অস্ট্রেলিয়ার তরুণ আইপিএল অভিষেকেই হইচই ফেলে দিলেন



তিন নম্বরে নেমে তাঁর ৩৫ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংস দিল্লি ক্যাপিটালসকে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতাল



লখনউ সুপার জায়ান্টসের কোনও বোলারকেই রেয়াত করেননি অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী ক্রিকেটার



প্রথম পাঁচ ম্যাচ যাঁকে মাঠের বাইরে সুযোগের অপেক্ষায় কাটাতে হয়েছিল



ব্যাট হাতে তিনি কী করতে পারেন, প্রথম সুযোগেই দেখিয়ে দিলেন ম্যাকগার্ক



আইপিএলে খেলতে আসার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নজর কেড়েছিলেন



২০২৩ সালে প্রথমবার শিরোনামে উঠে আসেন ম্যাকগার্ক



মার্শ ওয়ান ডে কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেন, লিস্ট এ ক্রিকেটে সেটাই দ্রুততম



ভেঙে দেন এ বি ডিভিলিয়ার্সের ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড (iplt20.com, PTI)