এবার তিনি সম্পূর্ণ ভিন্ন ক্রিকেটার হিসাবে মাঠে নামছেন বলেই মনে করছেন সকলে বহুদিন ধরে আইপিএল খেললেও রিয়ান পরাগের বয়স মাত্র ২২. তিনি ৯২.৫০ গড়ে করেছেন ১৮৫ রান সানরাইজার্সের বিরুদ্ধে শেষ ওভারে চাপের মুখে হর্ষিত রানার ওভার সবার মনে তাজা তিন ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সি তরুণ ফাস্ট বোলার এবারের আইপিএলের টক অফ দ্য টাউন আগুনে গতিতে ব্যাটারদের ভয় ধরানো ময়ঙ্ক যাদব তিন ম্যাচে তাঁর সংগ্রহ ছয় উইকেটে, তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবিও উঠছে ইতিমধ্যে ময়ঙ্কের চোট পাওয়ার দিনে তাঁর পরিবর্তে বল হাতে আগুন ঝরান যশ ঠাকুর গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেটসহ মোট ছয় উইকেট নিয়ে ফেলেছেন লখনউ ফাস্ট বোলার সানরাইজার্সের হয়ে টপ অর্ডারে নজর কাড়ছেন অভিষেক শর্মাও চার ম্যাচে ইতিমধ্যেই একটি অর্ধশতরানসহ ১৬১ রান করে ফেলেছেন অভিষেক