আইপিএলে ইতিহাস গড়লেন যুজবেন্দ্র চাহাল



প্রথম বোলার হিসাবে আইপিএলে দুশো উইকেট নিলেন হরিয়ানার লেগস্পিনার



সোমবার জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে এই নজির গড়লেন চাহাল



সোমবারের ম্যাচে মহম্মদ নবিকে ফেরাতেই আইপিএলে দুশো উইকেট হয়ে গেল চাহালের



ম্যাচে বল করতে এসে প্রথম ওভারেই নবিকে কট অ্যান্ড বোল্ড করেন চাহাল, তাতেই হল নতুন কীর্তি



আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় চাহালের অনের পিছনে, দুইয়ে রয়েছেন ডোয়েন ব্র্যাভো (১৮৩)



চলতি আইপিএলে ৮ ম্যাচে ১৩ উইকেট হয়ে গিয়েছে চাহালের



যশপ্রীত বুমরার সমসংখ্যক উইকেট নিয়েছেন চাহাল



তবে ইকনমি রেট ভাল হওয়ায় আপাতত পার্পল ক্যাপ রয়েছে বুমরার দখলে



সোমবারের ম্যাচে ৪ ওভারে ৪৮ রানে এক উইকেট নেন চাহাল (ছবি - পিটিআই)