২০১২ সালে আন্তর্জাতিক আঙিনায় শোরগোল ফেলা এক বোলারকে দলে নেয় কেকেআর ১৩ মরশুম পরে সুনীল নারাইন এখনও কেকেআরকে ম্যাচ জিতিয়ে চলেছেন কেকেআর দলের হয়ে খেলে এই ১৩ মরশুমে নারাইন কিন্তু শতাধিক কোটি টাকা উপার্জন করেছেন ২০১২ সালে তিন কোটি ৫২ লক্ষ টাকায় কেকেআরে যোগ দেন নারাইন পরের মরশুমে তা সামান্য বে়ড়ে হয় তিন কোটি ৭৩ লক্ষ পরের চার মরশুমে কার্যত তিন গুণ বেড়ে তাঁর বেতন দাঁড়ায় ৯.২৫ কোটি ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত ১২.৫ কোটি টাকা পেতেন নারাইন ২০২২ সালের মেগা নিলামের আগে নারাইনকে রিটেন করে নাইটরা তিন মরশুম ধরে তিনি ছয় কোটি টাকা করে পান সব মিলিয়ে আইপিএল থেকে তিনি এখনও মোট ১১৩.২ কোটি টাকা উপার্জন করেছেন