আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতার মরশুমে তাঁকে ধিক্কারের শিকার হতে হয়েছে


রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল



প্রত্যেক ম্যাচে গ্যালারির বিদ্রুপের শিকার হয়েছেন হার্দিক পাণ্ড্য



এবার শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে নাকি বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন হার্দিক



নাতাশা ও হার্দিক - দুজনকে একসঙ্গে কোনও ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে না



আইপিএলের সময় মাঠেও দেখা যায়নি নাতাশাকে



সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাণ্ড্য পদবি সরিয়ে দিয়েছেন নাতাশা



৪ মার্চ নাতাশার জন্মদিনে কোনও পোস্ট করেননি হার্দিক



২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-তে শেষ হার্দিকের ছবি পোস্ট করেছিলেন নাতাশা



তাহলে কি আলাদা হতে চলেছে হার্দিক-নাতাশার পথ চলা? (ছবি - নাতাশার ফেসবুক থেকে নেওয়া)