প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে ৮ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি



তালিকায় দুইয়ে শিখর ধবন, আইপিএলে করেছেন ৬৭৬৯ রান



৬৬২৮ রান করে রোহিত শর্মা রয়েছেন তালিকার তিন নম্বরে



৬৫৬৫ রান করে ডেভিড ওয়ার্নার আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চারে



সুরেশ রায়না ৫৫২৮ রান করে আইপিএলের সর্বকালের সেরা স্কোরারদের তালিকায় পাঁচে



আইপিএলে ৫২৪৩ রান করেছেন ধোনি, তালিকায় ছয়ে ক্যাপ্টেন কুল



আইপিএলে ৫১৬২ রান রয়েছে এ বি ডিভিলিয়ার্সের



ইউনিভার্স বস ক্রিস গেল আইপিএলে ৪৯৬৫ রান করেছেন



৪৯৫২ রান করে তালিকায় ৯ নম্বরে রবিন উথাপ্পা



৪৮৪২ রান করে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দশে দীনেশ কার্তিক