গ্রামের মহিলাদের সঙ্গে মিষ্টি তৈরি করলেন সঞ্জু স্যামসনরা



কেউ বানালেন ননী, কেউ আবার হাতে হাত মিলিয়ে করলেন বিভিন্ন ঘরোয়া কাজ



অভিনব এক উদ্যোগ নিয়েছে রাজস্থান রয়্যালস



রাজস্থানে মহিলাদের বিকাশ ও উন্নয়নের জন্য বিশেষ এক ঘোষণা করল সঞ্জু স্যামসনদের দল



শনিবার জয়পুরে আরসিবির বিরুদ্ধে ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের



সেই ম্যাচে প্রত্যেকটি ছক্কা পিছু রাজস্থানে ৬টি করে বাড়িতে সৌরবিদ্যুতের ব্য়বস্থা করবে রাজস্থান রয়্যালস



তার আগে স্থানীয় মহিলাদের সঙ্গে বিভিন্ন ঘরোয়া কাজে হাত লাগালেন ক্রিকেটারেরা



ট্রেন্ট বোল্ট, রিয়ান পরাগকে দেখা গেল মাটির হাঁড়ি মাথায় করে জল নিয়ে যাচ্ছেন



রাজস্থানের মহিলাদের পানীয় জল আনতে দূর দূরান্তে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা যেন নিজেরাই উপলব্ধি করলেন



যুজবেন্দ্র চাহাল রাজমিস্ত্রির কাজও করলেন (ছবি - রাজস্থান রয়্যালস)