আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে সরিয়ে অধিনায়ক করেছে হার্দিক পাণ্ড্যকে



যা নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা



রোহিত জানালেন, সব সময় নিজের পছন্দমতো সব কিছু হয় না



রোহিত সোজাসাপ্টা বলে দেন, 'এটাই জীবন। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা।'



হার্দিকের সঙ্গে তাঁর সম্পর্কের শীতলতা নিয়ে হরেক জল্পনা



রোহিত অবশ্য সব জল্পনা উড়িয়ে দিয়েছেন



হার্দিকের নেতৃত্বে খেলতে কেমন লাগে?



রোহিত জানিয়েছেন, তিনি তো প্রথম থেকে অধিনায়ক ছিলেন না



অন্য অধিনায়কদের অধীনে খেলেছেন তিনি, হার্দিকের নেতৃত্বে খেলতেও সমস্যা নেই



আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে ভারতীয় দলে খেলতে দেখা যাবে হার্দিককে (ছবি - পিটিআই)